লজ্জা - মুশফিক বরাত

তথ‍্য ও প্রযুক্তিতে দেশটা ছেয়ে গেছে কালোয়
এখন বিজ্ঞান ও প্রযুক্তির কথা কেউ তেমন একটা ভাবেনা।
জানিনা, বাউল সংগীত এখনো নিদ্রিতার ঘুম ভাঙায় কিনা?
জানিনা, এলোমেলো হাওয়ায় ভাসতে আমার ইদানীং
লজ্জা লাগে কেন?

আকাশের নীল ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।
সূর্যের চেয়ে চাঁদটাকে ভালো লাগতে শুরু করেছে
আজকাল হে-
ধানের সোনালী দিন আবারো পাব কী ফিরে!!
তেমনি দিগন্তের অধিকার বঞ্চিত হতে চাইনা কোনোদিন

জানি, নিদ্রিতার সাথে ডুয়েট গানের স্বপ্নে বিভোর আজকাল
বাথরুম সিঙ্গার হয়েও শুনতে অবাক লাগবে তোমারও।
আমি পতিত কোনো এক সুদূরপ্রসারী গর্তে
যার তল খুঁজে পাওয়া যাবে না কোনোদিন
ভাবিনি, তোমার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে!

ইসরাইলি প‍ণ‍্য, হিন্দু পানের দোকানী, প্রেমিকার ওড়না, শিশুদের হাতছানি
বাকিটা, বাকিটা হয়তো অদ্ভুত মেলবন্ধন।
খুনি, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, কালো টাকার নির্বাচন-
আর সব, সবটাই মেলবন্ধনের পুঁজিবাদ।

ডিশ আর অপটিক‍্যাল ফাইবার অপরাধ
আমারও ফেঁসে যাবার সহজ সমীকরণ।
জঙধরা রঙচটা পার্কের বেঞ্চিটা
যেখানে তাচ্ছিল্য জাগায়
নদীটার তীর শূন‍্য ও অভিনয়ে গড়া সমুদ্র সৈকত।
আর আমার নীল খামে মোড়া পত্র।

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত