ঘুম আসে না - কমরেড মুশফিক বরাত

আমাদের বাড়ির পাশের গ্রামটা
এখনো জরাজীর্ণ, পুরোনো-ভাঙা
ফেটে চৌচির হয় প্রতি গ্রীষ্মে দেয়ালগুলো
মধ‍্যদুপুরে আমার ঘুম আসে না।

ভোগবাদী কানে কানে তথ‍্য পাচার-আচার-বিচার
যৌনতাশূন‍্য কোমলতায় ভরপুর ললনা
তার কামনা-বাসনা সাধ‍্যাতীত
ইট-কাঠ-কংক্রিট, দেয়াল ও ইলেকট্রনিক্স
মধ‍্যরাতে আমার ঘুম আসে না।

বৃষ্টি বোঝেনি মানবীয়তা কোনোটুকু
ঝর্ণা জানে না মানুষের পদচারণা কেমন?
কখনো মানুষের স্পর্শ যৌনতাকে ছাড়িয়ে যায়!!
যৌনতা-যৌনতা-যৌনতা; শূন্যতা
মধ‍্যদুপুরে ঘুম ভাঙেনি আমার।

আকাশ বুঝেছে নীলের স্পর্শ ভীষণ
নদী মিশেছে সাগরের জলে নির্ভয়ে
নদীর তীর ঘেঁষে সাগরের তীর
হেসেছে জয়ে
অট্টহাসি বিজয়ে।
মধ‍্যরাতে ঘুম ভাঙেনি আমার!!

Comments

Popular posts from this blog

নিদ্রিতার প্রতি - মুশফিক বরাত

নিদ্রিতাঃ জিরো জিরো সিক্স আবারো - মুশফিক বরাত

ছেলেটির নাম আগুন - মুশফিক বরাত