আদিম আবদার - কমরেড মুশফিক বরাত

নিদ্রিতা তোমার কাছে আজ

পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আবদার নিয়ে এসেছি

আমার আশু তিনজন বন্ধু প্রয়োজন।

এটাকে তুমি আদিম আবদারও বলতে পারো!

আমরা চারজন হয়ে উঠতে পারি কৃষ্ণগহ্বরের প্রতিপক্ষ 

আমরা ছড়িয়ে পড়তে পারি অসম্ভব ক্ষীপ্রতায়

                                           মহাজাগতিক দিগন্তে;

নিমেষেই পৌঁছে যেতে পারি গ্রেট অ্যাট্রাক্টর

পরতে পরতে সাজিয়ে দেব একেকটি গ্যালাক্সি।

মুশফিক বরাত নামক শাদা মানবিক মানুষটির

একমাত্র আবদার বলতে পারো!

তোমার নিশ্চয়ই লজ্জা করছে

আমারও লজ্জা পাচ্ছে ভীষণ!!

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত