একজন হাফিজারের আর্তনাদ - মুশফিক বরাত

জিরো টলারেন্স জানিয়েছে পৃথিবী

মা-বাবা-ভাই-বোন সটকে গেছে

পিছুটান দিয়েছে প্রিয় বন্ধুটিও।

সহসা ভগবানের আর্তনাদ 

পাই ধ্রুবকে আটকে গেছেন তিনি

তারপরও বন্ধু হতে চেয়েছিলেন

                          একজন হাফিজারের।


আমার মায়ের শেষ যন্ত্রণা

অসংখ্য হাফিজারের জন্ম দিতে চলেছি আমি।

অথচ নিদ্রিতা ও আমি সুখেই ছিলাম‌।


কিছু ভাবনার পরে শেষটায় চূর্ণ-বিচূর্ণ

জিরো থেকে জিরো।

এমতাবস্থায় হতে চেয়েছিলেম শিবের পূজারী 

তুমি মেনে নেবে কিনা জানা নেই নিদ্রিতা।

হাফিজারের বুক ফাটা চিৎকার

আমি ফিনিশড, আমি ভেতরে ভেতরে চরম 

ভাববাদ পুষছি কেন?

দিনরাত জপে চলেছি কার যেন নাম?

জানতে চাই-

কমরেডের কাছে-

কেন আমি কমিউনিস্ট হতে পারবো না!

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত