সময় - মুশফিক বরাত
সময় সময়কে নিয়ে
যায় যখন ঘাবড়ে
আকাশ জুড়ে বৃষ্টি নামে
মনে পড়ে তারে।
দরিয়ার ডাক এসেছে
খাদ্যের ডাক এসেছে
নদী ভেসে গেছে
কেন?
ঋতুরা পরিবর্তনের দিকে
পল্লব শাখে শাখে
ভাত নেই কারো পাতে
কেন?
দেশ গেল, বিপ্লব হলো
সময় দা বলো
আকাশটা যে কালো
কেন?
সকলেই নাক ডেকে ঘুমাচ্ছে নিশ্চিন্ত
সময় দা শুধু একাই চিন্তিত
উপকার কর পরহিত
কেন?
টাকা নিয়ে ভেবো না
আমরা তা জানি না
আর বুঝি হলো না(হেসে)
কেন?
কবিতা আছে, গান আছে
ভয় পেয়ো না পাছে
উঠে পোড়োনা গাছে
কেন?
কারণ সময় দা আছে
ভীষণভাবে কাছে!
তাকে নিয়ে ভাবছি কেন বেশি
তিনি এখন আরো কাছাকাছি।
Comments
Post a Comment