প্রহর যন্ত্রণা - মুশফিক বরাত

অষ্টপ্রহরে একদিন
টাইমস স্কয়ারে আমি
অথচ নিদ্রিতার ঘোর কাটেনি
এক প্রহরের যন্ত্রণা আমি ভুলে যাইনি।

বুর্জোয়া নেতারা আসছেন
একের পর এক ভুলভাল ছাড়ছেন
হাইকোর্টের রায় ভুলব না।

দিনগুলো সব সোনার খাঁচায় 
বন্দী কেবলি অর্থের বেড়াজালে
ফুলগুলো সব লাল কেন?
আর আমার দ্বন্দ্বের বিবর্ণ বিবরণ।

কারো অবাক হবার পালা
কারো সজাগ হবার জ্বালা।
হলো দেখা প্রতিদিন।

কাগজের নৌকোর যন্ত্রণা কাটেনি
জাহাজডুবির দুঃস্বপ্নে বিভোর এখনো
আমি জানি
একমাত্র নিদ্রিতা আসলেই যা মিটবে
                                         যা ঘটবে
                             তাই ভালোলাগাটুকু।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত