এক ঘণ্টার উপবাস - মুশফিক বরাত

এক ঘণ্টার রাত্রিযাপন ঠিক নয়

এক ঘণ্টার রোজা ঠিক নয়।


ঠিক হলো ভীষণ ক্ষুধার্ত থাকা

নাঙ্গা ভদ্রলোকটির পাশে দাঁড়ানো

আহত সাংবাদিককে সর্বাত্মক সহযোগিতা কিংবা

লাগাতার ডাল-ভাতের হরতাল।

বাস-ট্রাক-অটো ও ট্রেনের অবরোধ ক্ষুধার জ্বালায় 

যন্ত্রণায় কাতর আমি নিরুপায় 

অসহায় আমি নয়া পল্টনে বন্দী।

ভাবনাহীন-ব্যবসাহীন ছুঁড়ে ফেলা এক বন্ধু

সময়বন্দী, সিগারেট প্যাকের প্রতিদিন ফন্দি

আমারও জেনে রেখো।


অবশেষে নিজের গ্রামে ফিরে আসা

রাত্রিযাপন, দিনমান গোলচত্বর ঘুরে

ফিরে আসি সেই একই বিছানায় 

যেখানে ঘটেছে এতগুলো হরতাল ও অবরোধ।

প্রেমিকার বিছানায় আমি একাই লড়েছিলাম

বিষম যৌনক্ষুধার জ্বালা নিয়ে।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত