দ্রাবিড় গ্রাম - মুশফিক বরাত
ঈশ্বরের আকুতি
ঈশ্বরের ইচ্ছে
দ্রাবিড় গ্রাম।
প্রিয় খেলোয়াড়
রাহুল দ্রাবিড়।
একজন অলরাউন্ডারকে তিনি হত্যা করতে চেয়েছিলেন
একজন অলরাউন্ডারকে তিনি খুন করতে চেয়েছিলেন।
তার আশা পূরণ হয়নি, হলো না।
দ্রাবিড় গ্রামে আমার বসবাস
রাহুলঘটিত জটিলতা ও
প্রভাবান্বিত খেলোয়াড় আমিও।
তার মতো ভীষণ মধ্যবিত্ত
ভীষণ একাকী।
রাহুলের কোনো দোষ ছিল না।
ত্রুটি ছিল একটি
সেটা কোনো নারীঘটিত
কোনো নিয়মের বাইরে
ঘরের ও বাইরের সংযোগ।
মৃত্যুপথযাত্রী ভগবান
তারপরও একজন পটু খেলোয়াড়ের গুরুত্ব
হারায়নি আজকেও।
মানুষ বড় নির্লজ্জ
মানুষ বড় কঠিন
তেমনি একজন নারীর যোগ্যতা ও দায়িত্বের খবর
আজো হারায়নি।
Comments
Post a Comment