হারিয়ে যাব - কমরেড মুশফিক বরাত
আমি-তুমি হারিয়ে যাব দূরে কোথাও
কোনো কাশবনে নয়তো গভীর জঙ্গলে
অতীতে চলে যাব আবার
বর্তমানে ফিরে আসব।
ফোর্থ ডাইমেনশনে নিদ্রিতা ও আমি-
সময় যাত্রায় সাথী করে নেব প্রীতিলতাকে
কেননা বিপ্লব আমার খুব পছন্দ।
মার্কস-এঙ্গেলস-লেনিন আরো পছন্দের।
মনে পড়ে ডাইনোসর বিলুপ্তির কারণ?
ভালোবাসার কসম
আমি একাই বিশাল গ্রহাণু ঠেকিয়ে দিয়ে আসতে পারি।
তারো পরে
কমিউনিস্ট ইশতেহার দামী মলাটে ছাপাতে পারি।
পাবলো নেরুদাকে আমাদের ভালোবাসার ইতিহাস
ব'লে দিয়ে আসতে পারি।
একাত্তরের মুক্তিযুদ্ধে বোমা ফাটিয়ে প্রমাণ করতে পারি
আমার সাহসিকতা নিদ্রিতার কাছে!
সময় ভ্রমণে কৃষ্ণগহ্বরকে চ্যালেঞ্জ জানাব কালকেই
শত শত কৃষ্ণগহ্বরে আমাদের ভালোবাসার প্রথম পত্রটি
হারিয়ে যাবার পূর্বেই লুফে নেব।
প্রেমের সঙ্গমে বাঁধাহীন হতে এক হাজার বছরের
কার্বন নিঃসরণ আমি একাই রুখে দিতে পারি!!
যেমন তুমি চেয়েছিলে!
Comments
Post a Comment