অভিনয়ের ঘুম - মুশফিক বরাত

পকেটে মাত্র বিশ টাকা
তাই দিয়ে চলতে হবে সারাদিন
                              ‌ ‌  সারারাত;
আব্দুর রহিমের একমাত্র ছেলে
                    বয়স ছয় বছর।
ঘরে একমাত্র স্ত্রী 
বাবা-মা-ভাই-বোন কেউ নেই।
ছেলেটা গোঁ ধরল কিছু কিনে খাবে
লাগবে তার বাহারী খেলনা,
সংসারে আয়-ইনকাম নেই।
রহিমের কান্নায় চোখ ফেটে বেরিয়ে পড়ছিল অশ্রু
সে দিল এক অভিনব ঘুম।
এক দিন পেরিয়ে গেল
দুই দিন পেরিয়ে গেল
এক সপ্তাহ পেরিয়ে গেল 
এক মাস অতিক্রান্ত হল
রহিম আর কোনোদিন জাগল না
তার অভিনয়ের ঘুম আর ভাঙল না।

আমি জানি, তুমিও জেগে ছিলে!
বাংলাদেশের প্রত্যেক ঘরের রহিম
আর জাগবে না কোনোদিন।

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত