আম, তরমুজ ও রইস - মুশফিক বরাত
একটি আমের লোভ সামলাতে পারেনি রইস
জীবনে একটা তরমুজের দেখা পেল না।
তার বাচ্চার হাতে একটা খেলনা শোভা পায় না।
অনেক জমির মালিক ছিল
দম্ভ কাটেনি কোনোদিন।
সেদিন আপেল কিনতে গিয়ে খুব তেষ্টা পেয়েছিল
আজকাল গরমে ঠান্ডা পানিও বিনামূল্যে পাওয়া যায় না
কমলার বাজারে বেগতিক দশা।
সারাদিনের ক্রুদ্ধ ও বিদ্ধ রইস
অবশেষে মুক্তি পেয়েছিল এই ভেবে যে,
বাচ্চার জন্য বাহারী দুটো খেলনা ক্রয় করতে পারবে!
Comments
Post a Comment