মিডিয়া প্রতারণা - মুশফিক বরাত
পত্রিকা কখনো মিথ্যা বলে না
মিডিয়া কখনো মিথ্যা বলে;
ধনীদের বুটের তলায় পিষে যায় গরীব
মিডিয়া মুঘল রাতারাতি বনে যায় বিলিয়নিয়ার।
মিথ্যা সংবাদে ভরপুর টিভি ও রেডিও
শুধু একটি লিফলেট জানাতে পারে পরের চাওয়া
স্যাটেলাইট ও ডিশ এ্যান্টেনার গোলামী
আর হৃদয়ভরা ভরপুর পাওয়াটুকু
লাল পোস্টারে ঢাকা।
কেননা
পত্রিকা কখনো মিথ্যা বলে না।
Comments
Post a Comment