একটি স্মরণীয় দুর্ঘটনা - মুশফিক বরাত
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এক তরুণ
পায়ে পায়ে দুর্বার সাহসিকতা
যেন সূর্যের গতিময়তা।
বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক
চাপা দিয়ে গেল তাকে
পরণে পাঞ্জাবি ও পায়জামা।
এ যাবৎকালের স্মরণীয় ও স্বাভাবিক দুর্ঘটনা।
কাঁদেনি তবুও আকাশ
কাঁদেনি তবুও বাতাস
ঝড় বা বৃষ্টি।
কেবল স্মরণীয় হয়ে রইল পত্রিকার পাতা জুড়ে
আর ভাববাদের মিথ্যে দম্ভে!!
Comments
Post a Comment