একটি স্মরণীয় দুর্ঘটনা - মুশফিক বরাত

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এক তরুণ
পায়ে পায়ে দুর্বার সাহসিকতা
যেন সূর্যের গতিময়তা।

বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক 
চাপা দিয়ে গেল তাকে
পরণে পাঞ্জাবি ও পায়জামা।
এ যাবৎকালের স্মরণীয় ও স্বাভাবিক দুর্ঘটনা।
কাঁদেনি তবুও আকাশ 
কাঁদেনি তবুও বাতাস
ঝড় বা বৃষ্টি।
কেবল স্মরণীয় হয়ে রইল পত্রিকার পাতা জুড়ে 
আর ভাববাদের মিথ্যে দম্ভে!!

Comments

Popular posts from this blog

কবিতা এনে দিতে পারে মুক্তি - মুশফিক বরাত

পাও গাড়ি - কমরেড মুশফিক বরাত

তুমি কে? - মুশফিক বরাত