আঞ্চলিক চেয়ার - কমরেড মুশফিক বরাত
সেই কবে থেকে
বসে আছি ঐ চেয়ারে।
আমার জন্য আঞ্চলিক
তোমাদের জন্য কেন্দ্রীয়।
আমি দিনমান ভাবছিলাম
ঠিক পাশের বিউটি চেয়ারটির কথা নয়
তোমাদের যাতে সুবিধে হয়!
এই সিংহাসন আমি কখনোই ছাড়বো না
ছাড়তে রাজি নই কোনোমতেই।
এ আসন পাকাপোক্ত করেই বিদায় নেব।
এ পৃথিবী হারিয়ে দূরে কোথাও
নদীটির তীর ঘেঁষে
কিংবা সমুদ্র সৈকতে।
আমি ভাবছিলাম,
চেয়ারম্যানের চেয়ার হলেও ক্ষতি নেই।
পাশের বিউটি কেদারা ক্রমাগত দোলায়মান
আমারটি ঠিক যেন দৃঢ়তায় স্থির
যেন ইস্পাতকঠিন।
আমার সবচেয়ে প্রিয় বন্ধুটিও
বসে রইল একঠায় হাজার বছর।
জেনে রেখো
এ কুর্সি একদিন তোমারও।
Comments
Post a Comment